শেরপুরে বিপ্লবী রবি নিয়োগীর জন্মবার্ষিকী পালিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, মে ১, ২০২৪ শেরপুরে ব্রিটিশ বিরোধী আন্দোলনের স্বাধীনতা সংগ্রামী, মুক্তিযুদ্ধের সংগঠক কমরেড রবি নিয়োগীর ১১৪তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে মঙ্গলবার রাতে শহরের নিউমার্কেট সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংবাদিক সুশীল মালাকারের সভাপতিত্বে এতে বিপ্লবীর জীবন ও কর্ম নিয়ে আলোচনা করেন শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, জেলা জাসদ সভাপতি মনিরুল ইসলাম লিটন, জেলা মহিলা পরিষদ সভানেত্রী জয়শ্রী দাস, আদিবাসী নেতা সুমন্ত বর্মন। বিপ্লবী রবি নিয়োগীর নাতি শুভজিত নিয়োগীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা সিপিবির সাধারণ সম্পাদক আবু আহমেদ খান বাবুল, জেলা উদীচী সভাপতি তপন সারোয়ার, মুক্তিযুদ্ধ জাদুঘর ও শহীদ মোস্তফা পাঠগারের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন তালুকদার, জেলা মহিলা পরিষদ সম্পাদিকা নিরু শামসুন্নাহার নীরা, সাংস্কৃতিক সংগঠক কমল চক্রবর্তী, সাংবাদিক হাকিম বাবুল প্রমুখ। অনুষ্ঠানে বিপ্লবীর জন্মবার্ষিকীতে মানবিক কর্মকান্ডের আওতায় এ বছর উচ্চ শিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগপ্রাপ্ত ২ জন অসচ্ছল শিক্ষার্থীকে সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষের পক্ষ থেকে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়। পরে তপন সারোয়ার ও মুক্তি শংকার সাহার নেতৃত্বে জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর শিল্পীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। Related posts:ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে সাবেক ইউপি সদস্যসহ ২ জনের কারাদণ্ডনকলায় লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তাঝিনাইগাতীতে পিকনিকে আসা ভটভটি উল্টে আহত ২৬ জন Post Views: ১৬১ SHARES শেরপুর বিষয়: