শ্রীবরদী থানা পরিদর্শন করলেন শেরপুরের নবাগত পুলিশ সুপার আকরামুল হোসেন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:২১ অপরাহ্ণ, মে ৫, ২০২৪ আকস্মিকভাবে শেরপুরের শ্রীবরদী থানার বিভিন্ন কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেছেন শেরপুরের নবাগত পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম-সেবা। শনিবার (৪ মে) বিকেলে পরিদর্শন উপলক্ষে শ্রীবরদী থানায় উপস্থিত হলে থানা পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ সুপারকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম ও শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী। এ সময় নবাগত পুলিশ সুপার থানায় উপস্থিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যদের সাথে কুশলাদি বিনিময় করেন। থানা এলাকার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন। তিনি থানায় কর্মরত সকল সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরে ক্রমান্বয়ে থানা কম্পাউন্ড, মালখানা, হাজতখানা, থানার বিভিন্ন সেরেস্তা, থানা ব্যারাক ও থানার মেস সরজমিনে পরিদর্শন পূর্বক পরিদর্শন বহিতে সাক্ষর করেন। পরিদর্শনকালে সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী, পুলিশ পরিদর্শক (তদন্ত) আঃ লতিফ মিয়াসহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদা পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরে লকডাউন কার্যকরে এবার মাঠে নেমেছে ইমার্জেন্সি স্বেচ্ছাসেবী সাপোর্ট টীমশেরপুরে বজ্রপাতে প্রাণ গেলো ৪ জনেরনালিতাবাড়ীতে ১১৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ১২১ SHARES শেরপুর বিষয়: