সরকার স্যাংশন, ভিসানীতি কেয়ার করে না: ওবায়দুল কাদের অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:০৪ অপরাহ্ণ, মে ১৪, ২০২৪ সরকার কোনো রকম স্যাংশন বা ভিসানীতি কেয়ার করে না বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ১৪ মে মঙ্গলবার সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে সাংবাদিকদে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের এ কথা বলেন। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী আসছেন বাংলাদেশে। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন,‘ আমি এ নিয়ে কোনো আলোচনা করতে চাই না। রুটিন আসা আসবে, যাবে।’ ওবায়দুল কাদের বলেন, ‘একজন সহকারী পররাষ্ট্রমন্ত্রী। তাঁকে নিয়ে বাংলাদেশে এত মাতামাতি কেন? তাঁর প্রয়োজনে সে আসছেন। তাঁদের এজেন্ডা আছে। সম্পর্ক যখন থাকে, সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা থাকে। তো সেটা তাঁরা করতে আসছেন। আমরা দাওয়াত করে কাউকে আনছি না।’ সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমরা কোনো প্রকার স্যাংশন, ভিসানীতি—এগুলো কেয়ার করি না।’ বিএনপি এ বিষয় নিয়ে কী করছে জানতে চাইলে কাদের বলেন, তারা কী করছে-না করছে জানি না। তারা ওপরে ওপরে পাত্তা দেয় না, তলে তলে আবার কী করে সেটা তো বলা মুশকিল। Related posts:আওয়ামী লীগের কোনো প্রভু নেই, জনগণই আওয়ামী লীগের প্রভু : প্রধানমন্ত্রীগণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই দেশ এখন উন্নয়নের রোল মডেল: প্রধানমন্ত্রীচিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসীরা যেন দলে ঢুকতে না পারে : কাদের Post Views: ১৪৩ SHARES রাজনীতি বিষয়: