আ.লীগের আলোচনা সভা চলছে, নেতাকর্মীদের ঢল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:১৭ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪ দলের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা শুরু হয়েছে। শনিবার (২৯ জুন) বিকেল তিনটায় রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আলোচনায় সভা শুরু হয়। আলোচনা সভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা, মন্ত্রিপরিষদের সদস্য বক্তব্য দেবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ সভাপতি আবু আহমেদ মন্নাফী। সঞ্চালনায় আছেন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য সাঈদ খোকনসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতারা এরই মধ্যে সমাবেশে উপস্থিত হয়েছেন। এতে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিকেল তিনটায় আলোচনা সভা শুরু হলেও তার অনেক আগে থেকেই বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আসতে থাকেন দলটির নেতাকর্মীরা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিভিন্ন ওয়ার্ড ও থানা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলোচনা সভায় আসেন তারা। তাদের ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা সরকার, বার বার দরকার’, ‘উন্নয়নের সরকার, বার বার দরকার’সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। তিনটার আগেই ওই এলাকা নেতাকর্মীতে ভরে যায়। Related posts:৭ দেহরক্ষীসহ যুবলীগের জি কে শামীম আটকচীন সফরে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে : মির্জা ফখরুলবিএনপির অস্তিত্ব থাকবে বলে মনে হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ১০৩ SHARES রাজনীতি বিষয়: