জামালপুরে চারজনকে মৃত্যুদণ্ডের আদেশ প্রদান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪ জামালপুরের সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর চালক লাইজু মিয়াকে শ্বাসরোধ করে হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। ৯ জুন রবিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ এর আদালতের বিচারক মুহা: আনোয়ার ছাদাত এ রায় ঘোষণা করেন৷ রায়ে সাজা প্রাপ্ত আসামিরা হলেন- সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মো: মনি তাহেরি, মো: রুবেল মিয়া, মো: জাকির হোসেন ও সোহাগ। এরমধ্যে পলাতক রয়েছেন সোহাগ ও মো: জাকির হোসেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৬ সালের ১ অক্টোবর সরিষাবাড়ীতে ইজিবাইক চুরির পর এর চালক লাইজু মিয়াকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে আসামিরা। এই ঘটনায় নিহতের পিতা বাদি হয়ে সরিষাবাড়ী থানায় হত্যা মামলা দায়ের করলে পুলিশ সন্দেহ জনকভাবে রুবেল মিয়া ও মনি তাহেরকে গ্রেফতার করে৷ পরে আসামিরা ১৬৪ ধারায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দেন ও ঘটনার বর্ণনা করেন। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত আইনজীবী মো: শফিকুল ইসলাম আক্কাস বলেন, মামলায় ১৭জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে এই রায় ঘোষণা করেছে আদালত। মৃত্যুদন্ড প্রাপ্ত ২জনের উপস্থিতিতে এই রায় দেয়া হয়েছে। এর মধ্যে বাকি ২জন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে। Related posts:সরিষাবাড়ীতে রেললাইনে পড়ে থাকা হাত-পা কাটা মরদেহ উদ্ধারমেলান্দহে জনতার ধাওয়া খেয়ে ট্রাকসহ গরু রেখে পালিয়ে গেল চোরসোনার বাংলা তৈরি করতে হলে সোনার মানুষ প্রয়োজন : ইসলামপুরে ধর্ম প্রতিমন্ত্রী Post Views: ১৫৪ SHARES জামালপুর বিষয়: