জেনারেল র্যাংক ব্যাজ পরানো হলো নবনিযুক্ত সেনাপ্রধানকে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪ নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে জেনারেল র্যাংক ব্যাজ পরানো হয়েছে। রোববার (২৩ জুন) বিকেলে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে নতুন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে র্যাংক ব্যাজ পরিয়ে দিচ্ছেন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল হাসান মাহমুদ খান। র্যাংক ব্যাজ পরানোর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নবনিযুক্ত সেনাপ্রধানকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন। এ সময় নতুন সেনাপ্রধানও প্রধানমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নতুন জেনারেল ওয়াকার-উজ-জামান সদ্য বিদায়ী জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন। র্যাংক ব্যাজ পরানো অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, প্রতিরক্ষা সচিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা। Related posts:বিশেষ অভিযান জোরদার করার নির্দেশ আইজিপিরচার বছর পর সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী১০০টি সেতু চালু হওয়ায় উন্নয়ন ত্বরান্বিত হবে: প্রধানমন্ত্রী Post Views: ১২৩ SHARES জাতীয় বিষয়: