ঝিনাইগাতীতে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, জুন ২৩, ২০২৪ হারুন অর রশিদ দুদু : বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় শেরপুরের ঝিনাইগাতীতে উদ্যাপন করা হয়েছে। ২৩ জুন রবিবার সকাল ১১টায় উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে এ উপলক্ষ্যে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আনন্দ র্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কেক কাটা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে সকল কর্মসূচিতে অংশ নেন, শ্রীবরদী-ঝিনাইগাতী (শেরপুর-৩) আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে অংশ নেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁনের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমের সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়শা সিদ্দিকা রুপালী, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান শাহাদৎ হোসেন, গৌরীপুর ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম পলাশ, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হকসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ। Related posts:ঝিনাইগাতীতে অবৈদ্ধ স্থাপনা উচ্ছেদ || সরকারি জমি উদ্ধারঝিনাইগাতীতে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে যুবলীগের উদ্যোগে আলোচনাঝিনাইগাতীতে চতুর্থ জাতীয় বীমা দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত Post Views: ১৫০ SHARES শেরপুর বিষয়: