ঝিনাইগাতীতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৪ দোকানে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:৩২ অপরাহ্ণ, জুন ২৪, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৪ দোকানিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২৪ জুন সোমবার সকালে উপজেলার মেইন রোডের কয়েকটি মিষ্টির দোকানে এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম অভিযান পরিচালনা করে বিভিন্ন ধারায় এই জরিমানা আদায় করেন। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও পুলিশ সদস্যগণ অভিযানে সহায়তা করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, শেরপুর জেলার সহকারী পরিচালক মো. আরিফুল ইসলাম বলেন, ঝিনাইগাতী সদর বাজারের কয়েকটি মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। কার্টুনের ওজন বেশি থাকায় গ্রাহকরা মিষ্টি ওজনে কম পাচ্ছে। এ কারণে জরিমানা ও কিছু কার্টুন ধ্বংস করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান। এছাড়াও তিনি বিভিন্ন ফাস্ট ফুড ও ঔষধের দোকানে মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী বা ঔষধ আছে কিনা তা যাচাই বাছাই করেন। Related posts:ঝিনাইগাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশনশেরপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জাকির হোসেনের মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা-দোয়াশেরপুরবাসীকে সাবেক এমপি শ্যামলীর শারদীয় শুভেচ্ছা Post Views: ১৫৯ SHARES শেরপুর বিষয়: