দেশে ভারী বর্ষণের বার্তা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:১৬ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪ ভারী বর্ষণের বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ২৭ জুন বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বিভিন্ন জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। এতে বলা হয়, আজ বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শুক্রবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। শনিবারের পর সারাদেশে বৃষ্টি বাড়তে পারে। Related posts:মুজিববর্ষের অনুষ্ঠানে মোদি যোগ দেবেন অনলাইনেটাকা নিয়ে টিকা আটকানোর অধিকার সেরামের নেই: পাপনপ্রধানমন্ত্রিত্বের চেয়ে কাজের সুযোগই আমার বড় প্রাপ্তি : শেখ হাসিনা Post Views: ৮৬ SHARES জাতীয় বিষয়: