নালিতাবাড়ীতে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, জুন ২৯, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে পল্লী বিদ্যুতের গ্রাহকরা নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে। ২৮ জুন শুক্রবার বিকেলে উপজেলার কলসপাড় ইউনিয়নের বালুঘাটা বাজারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় পল্লী বিদ্যুৎ গ্রাহক ফজলুল করিম, মনিরুজ্জামান, খোশ মাহমুদ, ইমান আলী, সোহাগ মিয়া, খলিল মিয়া প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, আমরা ২৪ ঘন্টায় মাত্র দুই ঘন্টা বিদ্যুৎ পাই। ফলে প্রচন্ড গরমে জীবনমান অচল হয়ে পড়েছে। এইচএসসি পরীক্ষার্থীরা পড়াশোনা করতে পারছে না। বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। বিশেষ করে পোল্ট্রি ফার্ম এর শত শত মুরগি মারা যাচ্ছে। সমাবেশ শেষে ভুক্তভোগী পল্লী বিদ্যুৎ গ্রাহকরা এক বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে অন্তত ১৮ ঘন্টা বিদ্যুৎ না পেলে নালিতাবাড়ী পল্লী বিদ্যুৎ সাবস্টেশন ঘেরাও করার কর্মসূচি ঘোষণা করেন। বিক্ষোভ সমাবেশে ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ প্রায় তিনশতাধিক মানুষ অংশগ্রহন করেন। Related posts:নকলায় উদ্বোধন করা হয়েছে ভূমি সেবা সপ্তাহশেরপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল-সমাবেশশেরপুরে কৃষক হত্যার ঘটনায় ৩ আসামি গ্রেফতার Post Views: ১৪৪ SHARES শেরপুর বিষয়: