নালিতাবাড়ীতে মদ খেয়ে রাস্তায় মাতলামি, যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৫ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে রাস্তায় চোলাই মদ পান করে মাতলামি করার অভিযোগে নন্নী ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি মাহমুদুল হাসানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। রোববার (২ জুন) দুপুরে গ্রেপ্তারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এর আগে শনিবার রাতে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বুরুঙ্গা কালাপানি এলাকায় ডিবি পুলিশ মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলো- নালিতাবাড়ী উপজেলার নন্নী নিশ্চিন্তপুর এলাকার মৃত আব্দুল মোতালেব দুদুর ছেলে মাহমুদুল হাসান (৩২), বনকুড়া চৌরাস্তা এলাকার মৃত খাদেম আলীর ছেলে সফিকুল ইসলাম (৩৫), নন্নী ডেকড়াপাড়া এলাকার সাইদুল ইসলামের ছেলে আলম মিয়া (৪০), নন্নী বাইগড় পাড়া এলাকার মৃত রাজ মাহমুদের ছেলে সফিকুল ইসলাম (৩৯) ও নন্নী ডেকড়াপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে রায়হান মিয়া (৪০)। ডিবি পুলিশ জানায়, মদ খেয়ে রাস্তায় মাতলামি করে জনশৃঙ্খলা ভঙ্গ ও জনমনে আতঙ্ক সৃষ্টি করার অপরাধে ওই ৫ জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদেরকে রোববার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় নালিতাবাড়ী থানায় নেশা জাতীয় মাদকদ্রব্য চোলাই মদ পান ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের স্বারণীক (৩৬)১ এর ২৫ ধারার অপরাধে মামলা দায়ের করা হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি মো. আবুল কালাম আজাদ বলেন, গ্রেপ্তারকৃতদের রোববার শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। Related posts:আদরজান ফাউন্ডেশনের উদ্যোগে দিঘারপাড়ের দুইশতাধিক কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণশেরপুরে বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু আর নেইনকলায় আইন শৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত Post Views: ১৪০ SHARES শেরপুর বিষয়: