নালিতাবাড়ীতে মসজিদের বারান্দা থেকে অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ণ, জুন ২৬, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে ষাটোর্ধ্ব বয়সী অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। ২৬ জুন বুধবার সকালে উপজেলার পশ্চিম রাজনগর খানারপাড় জামে মসজিদের বারান্দা থেকে ওই লাশ উদ্ধার করা হয়৷ পুলিশ, জনপ্রতিনিধি ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার ভোরে ফজরের আজান দিতে উপজেলার রাজনগর খানারপাড় জামে মসজিদে আসেন মুয়াজ্জিন রহিচ উদ্দীন।এসময় তিনি মসজিদের বারান্দায় অজ্ঞাত ওই বৃদ্ধকে বসে থাকতে দেখেন। পরে নামাজ শেষে মুসল্লিরা বৃদ্ধকে অচেতন অবস্থায় মসজিদের বারান্দায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয় ইউপি সদস্য আকাবর হোসেন ও আশপাশের লোকজনকে খবর দিলে তাঁরা গিয়ে বৃদ্ধকে মৃত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে অজ্ঞাতনামা ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, খবর পেয়ে ষাটোর্ধ্ব বয়সী এক বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মৃতের পরিচয় শনাক্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ওই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। Related posts:নালিতাবাড়ীতে বন্য হাতির তান্ডবে আমন বীজ তলার ব্যাপক ক্ষতিঝিনাইগাতীতে দিনব্যাপী ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ অনুষ্ঠিতনকলায় এসএসসি পরীক্ষার্থী মেয়েকে কেন্দ্রে রেখে বাড়ি ফেরা হলো না মায়ের Post Views: ১২১ SHARES শেরপুর বিষয়: