নালিতাবাড়ীতে ৭৯ বোতল ভারতীয় মদসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ণ, জুন ২৭, ২০২৪

শেরপুরের নালিতাবাড়ী থানা পুলিশ মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৭৯ বোতল ভারতীয় মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে গ্রেফতারকৃতদের শেরপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এরআগে ওইদিন রাত পৌনে তিনটার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের সমশ্চুড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার সীমান্তবর্তী সমশ্চুড়া গ্রামের আবদুল করিমের পুত্র মোতালেব হোসেন (৪৫) ও একই গ্রামের বছু মিয়ার পুত্র মোহাম্মদ আলী (৩৫)।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভুঁইয়া শ্যামলীনিউজ২৪ডটকমকে বলেন, গ্রেপ্তার মোতালেব ও মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার শেরপুর আদালতে প্রেরন করা হয়েছে।