নেপালে ভূমিধসে ৩ শিশুসহ ৯ জনের মৃত্যু অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:২৩ অপরাহ্ণ, জুন ২৯, ২০২৪ নেপালের পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে তিন শিশুসহ নয়জনের মৃত্যু হয়েছে। রাজধানী কাঠমাণ্ডু থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে গুলমি, পার্শ্ববর্তী সায়াংজা ও বাগলুং জেলায় এসব ঘটনা ঘটে। শনিবার এ তথ্য জানিয়েছেন এক কর্মকর্তা। খবর রয়টার্সের। দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের মুখপাত্র দিজান ভট্টরাই জানান, গুলমির মালিকা গ্রামে রাতে ভূমিধসে একটি বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওই সময় পরিবারের পাঁচ সদস্য ঘুমিয়ে ছিলেন। পাঁচজনের লাশই উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে দুইজন শিশু। তিনি জানান, সায়াংজায় ভূমিধসে আরেকটি বাড়ি ধসে পড়ে। সেখানে তিন বছর বয়সী এক শিশুসহ মায়ের মৃত্যু হয়। অন্যদিকে গুলমির সীমান্তবর্তী বাগলুং জেলায় আরেকটি ভূমিধসে আরও দুইজনের মৃত্যু হয়। জুনের মাঝামাঝি থেকে নেপালে বৃষ্টির মৌসুম শুরু হয়েছে। তারপর থেকে বজ্রপাত, বন্যা ও ভূমিধসে দেশটিতে অন্তত ৩৫ জনের মৃত্যু হয়েছে। বৃষ্টি সাধারণত সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত অব্যাহত থাকে। বর্ষা মৌসুমে পার্বত্য নেপালে অধিকাংশ অঞ্চলেই ভূমিধস ও আকস্মিক বন্যা একটি সাধারণ ঘটনা। এতে প্রতি বছরই দেশটিতে শত শত মানুষের মৃত্যু হয়। Related posts:বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক যত্নে লালন করব : মুখ্যমন্ত্রী মমতাযেখানে আমাকে গুলি করা হয়েছিল সেখান থেকেই ফের শুরু হবে লংমার্চ : ইমরান খানবাংলাদেশ কখনও ঋণ পরিশোধে ব্যর্থ হয়নি : প্রধানমন্ত্রী Post Views: ১০৩ SHARES আন্তর্জাতিক বিষয়: