শেরপুরে স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বপ্নীল বনিক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, জুন ২, ২০২৪ শেরপুরে ৩য় স্কুল দাবা প্রতিযোগিতায় সরকারি ভিক্টোরিয়া একাডেমির স্বপ্নীল বনিক চ্যাম্পিয়ন ও নবারুণ পাবলিক স্কুলের আরিফিন সরকার রানারআপ হয়েছে। সাত রাউন্ড সুইস লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ দাবা প্রতিযোগিতায় উভয়েই ৬ পয়েন্ট করে পেলেও বুশলজ ট্রাইব্রেকিংয়ে স্বপ্নীল বনিক শিরোপা অর্জন করেছে। শনিবার (১ জুন) সন্ধ্যায় শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম মিনলায়তনে এ দাবা প্রতিযোগিতার শেষ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। এছাড়া সমান ৫ পয়েন্ট করে পেয়ে টাইব্রেকিংয়ে সরকারি ভিক্টোরিয়া একাডেমির জামিল ফেরদৌস রাজন তৃতীয়, কনিষ্ঠতম দাবাড়ু উইজডম ল্যাব স্কুল এন্ড কলেজের ২য় শ্রেনীর ছাত্র মোহাম্মদ শাফায়েত আলম চতুর্থ, নবারুণ পাবলিক স্কুলের সৌভিক দে অর্ণব পঞ্চম, জাবির ইবনে জামান ষষ্ঠ ও নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের আলিম আল সাদিদ সপ্তম হয়েছেন। আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের ছাত্রী মরিয়ম মুস্তারি অর্থী কৃতিত্বের স্বাক্ষর রেখে সাত খেলায় চার পয়েন্ট পেয় নবম স্থান অর্জন করেছে। শেরপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ও দাবা উপ কমিটির ব্যবস্থাপনায় অনুষ্ঠিত এবারের স্কুল দাবা প্রতিযোগিতায় জেলার পাঁচ উপজেলার নয়টি বিদ্যালয়ের একজন বালিকা সহ ২৯ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সুইস লীগ পদ্ধতিতে ৭ রাউন্ডে অনুষ্ঠিত এ স্কুল দাবা প্রতিযোগিতা শুরুর আগে ক্ষুদে দাবাড়ুদের নিয়ে প্রশিক্ষণ পরিচালনা করা হয়। এর আগে গত ২২-২৪ মে একই ভেন্যুতে ডিএসএ দাবা প্রতিযোগিতা ২০২৪ অনুষ্ঠিত হয়। যাতে ৪০ জন দাবা খেলোয়াড় অংশগ্রহণ করেন। নকলা উপজেলা ক্রীড়া সংস্থার সোহেল রানা চ্যাম্পিয়ন এবং শেরপুর ডিস্ট্রিক্ট চেস কমিউনিটির ডা. এ.এস.এম. আবিদ হাসান অন্তর রানারআপ ও দাবা ক্লাব শেরপুর-এর সামিউর রহমান রিয়ান ৩য় হয়েছেন। Related posts:সময় এখন নৌকা তৈরি ও মেরামতেরশেরপুরে হেরোইনসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতারনকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Post Views: ১৩১ SHARES শেরপুর বিষয়: