সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের অভিযান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার সোমেশ্বরী নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলা প্রশাসন। ১১ জুন মঙ্গলবার ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনায় নেতৃত্ব দেন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও শ্রীবরদী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শেখ জাবের আহমেদ। অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলনকারী কাউকে পাওয়া যায়নি। অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ বালু উত্তোলনকারীরা পালিয়ে যায়। এসময় বালু উত্তোলনের ১৬ টি সেলো/ড্রেজার মেশিন ধ্বংস করা হয়। উল্লেখ্য, স্থানীয় কিছু বালুদস্যুরা প্রভাবশালীদের ছত্রছায়ায় দীর্ঘদিন যাবৎ সোমেশ্বরী নদীর তাওয়াকুচা, বালিজুরি, খাড়ামোড়া এলাকায় অবৈধভাবে সেলো মেশিন ও ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করে আসছে। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। গত ৭ জুন ঝিনাইগাতী উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আলম রাসেল অভিযান পরিচালনা করে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করেন। পরে জব্দকৃত বালু নিলামের মাধ্যমে ৬১ হাজার টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা করা হয়। এরপর আবারো বালুদস্যুরা অবৈধভাবে বালু উত্তোলন শুরু করে। এরই প্রেক্ষিতে এ যৌথ অভিযান পরিচালিত হয়। প্রশাসন সূত্রে জানা যায়, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ঝিনাইগাতী-শ্রীবরদী যৌথ অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে নিখোঁজের ৬ দিন পর সেপটিক ট্যাংক থেকে গৃহবধুর লাশ উদ্ধার : স্বামী গ্রেফতারনকলায় ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারশেরপুরে মাপে কম তেল দেওয়ার অভিযোগ, ২ ফিলিং স্টেশনকে জরিমানা Post Views: ১৫৪ SHARES শেরপুর বিষয়: