আরও ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চায় সরকার: বিমানমন্ত্রী অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, জুলাই ৭, ২০২৪ সরকার ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চায় বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী মুহাম্মদ ফারুক খান। রোববার (৭ জুলাই) বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। মুহাম্মদ ফারুক খান বলেন, ২ মাসের মধ্যে নতুন উড়োজাহাজ কেনার মূল্যায়ন শেষ হবে। ১০টি নতুন উড়োজাহাজ কিনতে চায় সরকার। কোম্পানিগুলোর প্রস্তাব মূল্যায়ন করে কোথা থেকে কতটি কেনা হবে তা চূড়ান্ত হবে। তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র বোয়িং কেনার বিষয়ে আলোচনা করেছে। এয়ারবাস থেকেও ভালো প্রস্তাব এসেছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, বোয়িং কেনা না কেনা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। এ সময় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বলেন, সিভিল অ্যাভিয়েশন খাতে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। Related posts:ডজনখানেক মামলা হবে, গ্রেপ্তার দেখানো হবে মির্জা ফখরুলকেকুড়িগ্রাম এক্সপ্রেস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী'দেশে অক্সিজেনের সংকট নেই, তবে সমন্বয়ের অভাব থাকতে পারে' Post Views: ১১২ SHARES জাতীয় বিষয়: