ঝিনাইগাতীতে পচা-বাসি খাদ্য রাখা ও অপরিষ্কার রাখায় ৩ হোটেলকে জরিমানা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪২ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ হারুন অর রশিদ দুদু : নিরাপদ খাদ্য নিশ্চিতকল্পে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করেন ঝিনাইগাতী উপজেলা প্রশাসন। এসময় পচা-বাসি খাদ্য রাখা ও হোটেলগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন না রাখার দায়ে ঝিনাইগাতী সদর বাজারের মেইন রোডের আড্ডা হোটেল, মা হোটেল এন্ড মিষ্টান্ন ভাণ্ডার ও সাদিক হোটেলকে ২ হাজার করে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। ১৫ জুলাই সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল ও সহকারী কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক এ মোবাইল কোর্ট পরিচালনা করেন। মোবাইল কোর্ট পরিচালনাকালে সব হোটেল ও রেস্তোরাঁকে লাইসেন্স সংগ্রহ ও নবায়ন করার জন্য পরামর্শ ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার সতর্ক করে দেওয়া হয়। উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। Related posts:ঝিনাইগাতীতে ১৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ফজল ডাকাত ঢাকা থেকে গ্রেফতারশেরপুরে এবার করোনার টিকা নিলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুবঝিনাইগাতীতে অসহায় মানুষের মাঝে সেমাজসেবক আবু বক্কর সিদ্দিক তোতার খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ১৫৭ SHARES শেরপুর বিষয়: