নরসিংদী কারাগার থেকে পালানো দুই জঙ্গি গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৬:২২ অপরাহ্ণ, জুলাই ২৪, ২০২৪ নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া দুই নারী জঙ্গিকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতার দুই নারী জঙ্গি হলেন-ইসরাত জাহান মৌ ও খাদিজা পারভিন মেঘলা। ২৪ জুলাই বুধবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে সিটিটিসির একটি সূত্র। সিটিটিসি জানায়, এ বিষয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে। গত ১৯ জুলাই (শুক্রবার) বিকেল সোয়া ৪টার দিকে মুহুর্মুহু ইট-পাটকেল ছুড়তে ছুড়তে কারাগারের দুই দিকের ফটক ভেঙে ভেতরে ঢোকেন হামলাকারীরা। এ সময় পেট্রলবোমা মারা হয়। কারাগারের ভেতরে নানা জায়গায় আগুন ধরে যায়। হামলাকারীরা কারারক্ষীদের থেকে ছিনিয়ে নেওয়া চাবি দিয়ে বন্দিদের অনেকগুলো কক্ষের তালা খুলে দেন। কিছু কক্ষের তালা ভেঙে ফেলা হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। এ সময় হামলাকারীরা আসামি ছিনিয়ে নেন। এরপর একে একে ৮২৬ বন্দি পালিয়ে যান। এ সময় অস্ত্রাগার ও কারারক্ষীদের থেকে ৮৫টি অস্ত্র ও ৮ হাজার ১৫০টি গুলি লুট করা হয় বলে জানা গেছে। পালিয়ে যাওয়া ২১৬ জন বন্দি গত দুই দিনে আত্মসমর্পণ করেছেন বলে জেলা কারাগার সূত্রে জানা গেছে। কারাগারে হামলায় জড়িত সন্দেহে বুধবার দুপুর পর্যন্ত ২১৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় নরসিংদী কারাগারের জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার কামরুল ইসলামকে মঙ্গলবার সাময়িক বরখাস্ত করা হয়। Related posts:কিশোরগঞ্জে মসজিদ কমিটি নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিকজামালপুরে কৃষি ব্যাংকে টাকা আত্মসাত ॥ ৪ ব্যাংক কর্মকর্তাসহ ৬ জনের কারাদণ্ডজামালপুরে পৌরসভা নির্বাচনে আ'লীগের মনোনয়ন পেলেন যারা Post Views: ১২৪ SHARES সারা বাংলা বিষয়: