নারায়ণগঞ্জে ‘জঙ্গি আস্তানা’র প্রধান জাভেদ গ্রেপ্তার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, জুলাই ১০, ২০২৪ নারায়ণগঞ্জের বরপা জঙ্গি আস্তানার প্রধান মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। ১০ জুলাই বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। এতে বলা হয়, নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি চারতলা বাড়ি ঘিরে রাখা হয়। পরে সেখানে অভিযান চালিয়ে তিনটি শক্তিশালী আইডি বোমা ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। তবে অভিযানের আগেই ওই আস্তানা থেকে পালিয়ে আত্মগোপনে যান জাভেদ। পরে গাজীপুর জেলার টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। Related posts:পাটজাত পণ্যের প্রসারে তুরস্ককে বিনিয়োগের আহ্বান স্পিকারেরবাজারে চিনির কোনো সংকট হবে না : বাণিজ্য প্রতিমন্ত্রীফের শৈত্যপ্রবাহ, তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ Post Views: ১০৬ SHARES জাতীয় বিষয়: