নালিতাবাড়ীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪ শেরপুরের নালিতাবাড়ীতে ১০ পিস ইয়াবাসহ মনিরুল ইসলাম মনির (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৫ জুলাই সোমবার দুপুরে গ্রেফতারকৃত মনিরুল ইসলাম মনিরকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে ১৪ জুলাই রবিবার গভীর রাতে উপজেলার সমশ্চূড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মনিরুল ইসলাম উপজেলার পশ্চিম সমশ্চূড়া গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। জানা গেছে, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী উপজেলার সমশ্চূড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় মনিরুল ইসলাম মনিরকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। এ ব্যাপারে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভূঁইয়া বলেন, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। Related posts:ঝিনাইগাতীতে কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধনসাবেক এমপি শ্যামলীকে এবার সদর আসনের এমপি চায় জেলার নারী সমাজনালিতাবাড়ীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার Post Views: ১১৬ SHARES শেরপুর বিষয়: