ব্যবসায়ী হত্যা মামলায় কারাগারে মাদারগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, জুলাই ১, ২০২৪ জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহ রিমুর জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছে আদালত। সোমবার (১ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি আনোয়ার হোসেন জানান, ২০২০ সালের ২৫ এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি বাজারে সন্ত্রাসীদের হামলায় আহত হয় সার ব্যবসায়ী নওশের আলী। এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সেই হত্যা মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রিমুর নাম ওঠে আসলে উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের জামিনে আসেন তিনি। রোববার জামিনের মেয়াদ শেষে আজ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তিনি। পরে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দশ দেন। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচিত হন রায়হান রহমতুল্লাহ রিমু। Related posts:জামালপুরে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে তিনজনকে ১৫দিনের বিনাশ্রম কারাদণ্ডসরিষাবাড়ীতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতা নিরসনের দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধনমাদারগঞ্জে বিতর্কিত সমবায় সমিতির মালামাল সরাতে গিয়ে আটক ২ Post Views: ১৪৩ SHARES জামালপুর বিষয়: