মৌসুমি বায়ু প্রবল থাকায় সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৮ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪ বঙ্গোপসাগরে মৌসুমি বায়ু প্রবল হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদফতর। আবহাওয়াবিদ ওমর ফারুকের সই করা আবহাওয়া বার্তায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। মৌসুমি বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। একইসঙ্গে এটি (মৌসুমি বায়ু) বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা এবং পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এদিকে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মঙ্গলবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। যার প্রভাবে সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আবহাওয়া অধিদফতর গতকাল সোমবার জুলাই মাসের দীর্ঘমেয়াদি যে পূর্বাভাস দিয়েছে তাতে বলা হয়েছে, এ মাসে সামগ্রকিভাবে দেশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি মৌসুমি নিম্নচাপে পরিণত হতে পারে। মাসের শেষের দিকে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে। Related posts:বাংলাদেশ ভ্রমণে যুক্তরাজ্যের সতর্কতাএলজিইডির প্রধান কার্যালয়সহ ৩৬টি কার্যালয়ে একযোগে চলছে দুদকের অভিযানডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু Post Views: ১১৬ SHARES জাতীয় বিষয়: