রংপুরে সেপটিক ট্যাংকে পড়ে মা-ছেলেসহ নিহত ৩ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, জুলাই ৪, ২০২৪ রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে এক নারীর মৃত্যু হয়েছে। এদিকে তাঁকে উদ্ধার করতে গিয়ে ছেলে এবং প্রতিবেশীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ধাপউদয়পুর গ্রামে এ ঘটনা ঘটে। মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেন। নিহতরা হলেন গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫০), তাঁর ছেলে ইদা মিয়া (৩৫) এবং প্রতিবেশী ইবলুল মিয়া। এলাকাবাসী ও নিহতদের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামের দেলোয়ারা বেগম নিজ বাড়ির সেপটিক ট্যাংকের ওপর মই রেখে লাউশাক সংগ্রহ করছিলেন। একপর্যায়ে ট্যাংকের জরাজীর্ণ ঢাকনা ভেঙে ভেতরে পড়ে যান। তাঁর চিৎকার শুনে ছেলে ইদা মিয়া মাকে বাঁচাতে ট্যাংকের ভেতরে নেমে অসুস্থ হয়ে পড়েন। পরে প্রতিবেশী ইবলুল মিয়া ট্যাংকে নেমে উদ্ধারের চেষ্টা করলে তিনিও অসুস্থ হয়ে পড়েন। পরে ফায়ার সার্ভিসে কর্মীরা ঘটনাস্থলে গিয়ে সকাল সাড়ে ৭টার দিকে কুয়া থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন। ঘটনাস্থল পরিদর্শন করেছেন মিঠাপুকুর থানার পরিদর্শক ফেরদৌস ওয়াহিদ। তিনি বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানার পুলিশের একটি দল ঘটনাস্থলেই অবস্থান করছিল। Related posts:জামালপুরে ট্রাকের ধাক্কায় গরু ব্যবসায়ীর মৃত্যুনেত্রকোনায় বিভাগীয় কমিশনারের মতবিনিময় সভামেজর সিনহা হত্যা মামলা : আদালতে ওসি প্রদীপসহ ১৫ আসামি Post Views: ১৩৫ SHARES সারা বাংলা বিষয়: