রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে বাড়ি ঘেরাও অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুলাই ২, ২০২৪ নারায়ণগঞ্জের রূপগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ)। মঙ্গলবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে বরপা এলাকায় চার তলা বিশিষ্ট বাড়িটি ঘেরাও করে রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যে বাড়িটিতে অভিযান চালাবে উগ্রবাদ ও সন্ত্রাস প্রতিরোধে গঠিত পুলিশের এই বিশেষ ইউনিটটি। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যান্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস) মাহফুজুল আলম রাসেল। তিনি জানান, গোয়েন্দা অনুসন্ধানে পাওয়া তথ্যের ভিত্তিতে সকালে এটিইউর একটি দল রূপগঞ্জের বরপা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে চারতলা একটি বাড়ি ঘেরাও করে রেখেছে। কিছু সময়ের মধ্যে সেখানে অভিযান পরিচালনা করা হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে বলে জানান তিনি। Related posts:ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু১ নভেম্বর থেকে পলিথিন বিরোধী অভিযান চালানো হবে : সৈয়দা রিজওয়ানাআজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী Post Views: ১০২ SHARES জাতীয় বিষয়: