শেরপুরে দুই মাদক সেবীর ৬ মাসের কারাদণ্ড অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২৪ শেরপুরে জেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসনের মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নেশা জাতীয় ইনজেকশন পুশ করার সময় অমিত পাল (৩১) ও মোঃ এনামুল হক (৩৬) নামে দুই মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। ৪ জুলাই বৃহস্পতিবার দুপুরে শহরের নারায়ণপুরস্থ শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশে অভিযান চালিয়ে তাদের কারাদণ্ডাদেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন। দণ্ডপ্রাপ্তরা হলো- শহরের দুর্গানারায়ণপুর মহল্লার শ্যামল পালের ছেলে অমিত পাল এবং একই মহল্লার গাজী মিয়ার ছেলে মোঃ এনামুল হক। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমীন সঙ্গীয় ফোর্সসহ শহরের নারায়ণপুর মহল্লার শেরপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের পাশে মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় মাদকসেবী অমিত পাল ও এনামুল হক তাদের শরীরে নেশা জাতীয় ভ্রু পেন ইনজেকশন পুশ করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট এসএম আল আমিন ওই দুই মাদক সেবীকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান। Related posts:ঝিনাইগাতীতে অসহায় বৃদ্ধাকে খাদ্যসামগ্রী কিনে দিলেন ইউএনও ফারুক আল মাসুদশেরপুর জেলা বিএনপির আংশিক কমিটি স্থগিত, মিষ্টি বিতরণশেরপুরে জেলা কারাগার পরিদর্শন করলেন জেলা প্রশাসক আনার কলি মাহবুব Post Views: ২৩৫ SHARES শেরপুর বিষয়: