শেরপুরে হরিজন সম্প্রদায়ের সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫০ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৪ ঢাকার মিরনজিল্লা হরিজন সম্প্রদায়ের দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের উচ্ছেদ প্রক্রিয়া ও ভূমি দখলের চির অবসান এবং নির্যাতন-নিপীড়ন অনতিবিলম্বে বন্ধের দাবিতে শেরপুরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ১৩ জুলাই শনিবার বিকেলে শহরের পৌর টাউন হল মোড়ে জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের উদ্যোগে ওই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ ভট্টাচার্য, নাগরিক প্ল্যাটফরম জনউদ্যোগ শেরপুরের আহবায়ক মো. আবুল কালাম আজাদ, শেরপুর মডেল গার্লস কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সারওয়ার জাহান তপন, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যুব ঐক্য পরিষদের সভাপতি সভাপতি শান্ত রায়, সাধারণ সম্পাদক ইন্দ্রনাথ বর্মণ, মহিলা বিষয়ক সম্পাদক মুক্তা হরিজন, শহর যুব ঐক্য পরিষদের সভাপতি পিপুল সরকার, সাধারণ সম্পাদক সোহাগ চন্দ্র দে, নালিতাবাড়ী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি কালা চান পাল, শ্রীবরদী উপজেলা যুব ঐক্য পরিষদের সভাপতি লিটন প্রসাদ রায় প্রমুখ। ওইসময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও যুব ঐক্য পরিষদের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দসহ জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:ঝিনাইগাতী মহিলা আদর্শ ডিগ্রি কলেজের সেই অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরুনালিতাবাড়ীতে বাড়ছে ভোগাই ও চেল্লাখালী নদীর পানি, বন্যার আশঙ্কাশেরপুরে শিশু ধর্ষণ ও অপহরণের সাজা ৪৪ বছরের কারাদণ্ড Post Views: ১৪০ SHARES শেরপুর বিষয়: