শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশিত: ৮:২২ অপরাহ্ণ, জুলাই ৩, ২০২৪

শেরপুরের শ্রীবরদীতে পুকুরের পানিতে ডুবে রুমান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ৩ জুলাই বুধবার দুপুরে উপজেলার পুটল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু পুটল গ্রামের বাসিন্দা আব্দুর রশিদের ছেলে।
মৃত শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে রুমান বাড়ির ওঠানে খেলছিল। ওইসময় সবার অজান্তে রুমান বাড়ির পাশেই পুকুরে পড়ে যায়। পরে দুপুরের দিকে বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। ওইসময় বাড়ির লোকজন তাকে পুকুর থেকে মৃত অবস্থায় উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ওই ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরির প্রক্রিয়া চলছে।