ঝিনাইগাতীতে অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪ হারুন অর রশিদ দুদু : শেরপুরের ঝিনাইগাতীতে এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর বাস্তবায়নে নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর অংশগ্রহণমূলক গ্রামীণ পর্যালোচনা (পিআরএ) বিষয়ে তথ্য যাচাইকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রানী ভৌমিক। এসআইএল ইন্টারন্যাশনাল বাংলাদেশ শেরপুর এরিয়া ম্যানেজার সুজল সাংমার সভাপতিত্বে ও এরিয়া সুপারভাইজার রয়েল চন্দ্র কোচের সঞ্চালনায় এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফয়জুর রাজ্জাক আকন্দ, উপজেলা সমাজসেবা অফিসার সানজা হোসাইন সানী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব এলাহী, উপজেলা সমবায় কর্মকর্তা রুকনুজ্জামান। পিআরএ তথ্য যাচাইকরণ সভায় ঝিনাইগাতী উপজেলার ৩৭টি গ্রামের নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর নেতৃবৃন্দ ও উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। সভায় প্রজেক্টরের মাধ্যমে পিআরএ জরিপের বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। Related posts:শেরপুরে সাম্প্রতিক জঙ্গিবাদ ও প্রাসঙ্গিক ভাবনা বিষয়ক মতবিনিময় সভানকলায় বিএডিসি বীজ আলুর ন্যায্য মূল্যের দাবিতে সংবাদ সম্মেলনসেনাবাহিনীর সহযোগিতায় কাজে ফিরল নকলা থানা পুলিশ Post Views: ১৫৩ SHARES শেরপুর বিষয়: