ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হচ্ছেন অধ্যাপক নিয়াজ আহমেদ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৫৩ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পাচ্ছেন বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সরকারের উচ্চ পর্যায়ের একটি সূত্র গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। ইতিমধ্য এ বিষয়ে আচার্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সম্মতি দিয়েছেন বলেও ওই সূত্রটি জানিয়েছেন। অধ্যাপক নিয়াজ আহমেদ খান বেসরকারি ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) সহ উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছেন। ইউনিভার্সিটি অব অক্সফোর্ড, ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি, এশিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজিতে উচ্চ শিক্ষাগ্রহণ ও গবেষণা করা অধ্যাপক খান দীর্ঘদিন ধরে বাংলাদেশ, থাইল্যান্ড ও যুক্তরাজ্যে একাডেমিক ও কার্যকরী ডেভেলপমেন্ট ম্যানেজমেন্টের উন্নয়নে অবদান রাখছেন। Related posts:আগামী ৩০ জুনের মধ্যে নতুন ভোটার তালিকা প্রকাশ: ইসি সানাউল্লাহহজ পালন শেষে দেশে ফিরেছেন ৪২৯৫০ হাজি১০তলা বঙ্গবাজার মার্কেটসহ ৪ প্রকল্পের নির্মাণকাজ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Post Views: ১৬৫ SHARES জাতীয় বিষয়: