ঢাকা মহানগর ডিবির প্রধান হলেন আশরাফুজ্জামান অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:১৫ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপির) অতিরিক্ত কমিশনার হিসেবে নতুন দায়িত্ব পেয়েছেন মহা. আশরাফুজ্জামান। তিনি এখন থেকে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদের স্থলে দায়িত্ব পালন করবেন। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। ডিএমপির আদেশে বলা হয়, পুলিশ অধিদফতরের অতিরিক্ত পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান এবং ডিবি থেকে মোহাম্মদ হারুন অর রশীদকে ডিএমপির ক্রাইম এ্যান্ড অপস শাখায় বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সম্প্রতি বেশ আলোচনায় ছিলেন ডিবির হারুন। বিশেষ করে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ছয় সমন্বয়কারীকে তুলে এনে ডিবি কার্যালয়ে নিরাপত্তার কথা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদে আলোচনায় আসেন তিনি। এছাড়াও ডিবি হারুনকে বদলি করা হচ্ছে বলে গত কয়েকদিন থেকে গুঞ্জন উঠেছে। আজ ডিএমপির অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হলো। Related posts:সারাদেশে করোনায় আরও ৭০ জনের মৃত্যুভাঙারি দোকানের ব্যবসার দ্বন্দ্বেই মিটফোর্ড হত্যাকাণ্ড : পুলিশ২০২২ সালে সরকারি ছুটি ২২ দিন, ছয়দিন পড়েছে শুক্র-শনিবার Post Views: ১১৫ SHARES জাতীয় বিষয়: