পুলিশ সদস্যদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, আগস্ট ৯, ২০২৪ প্রশাসনিক কারণে বরখাস্ত হওয়া কর্মকর্তাদের কাজে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ পুলিশ। তারই ধারাবাহিকতায় তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) পুলিশ সদর দফতরের জারি করা এক আদেশে এই সিদ্ধান্ত জানানো হয়। আদেশে বলা হয়, পুলিশের সব ইউনিটে প্রশাসনিক কারণে সাময়িক বরখাস্ত হওয়ার (কনস্টেবল থেকে এসআই, ডিএমপিতে কনস্টেবল থেকে ইন্সপেক্টর পর্যন্ত) আদেশ প্রত্যাহার করতে আদেশক্রমে নির্দেশ দেওয়া হলো। আদেশটি পুলিশের সব ইউনিটে পাঠিয়ে তাৎক্ষণিক কার্যকর করার নির্দেশনা দেওয়া হলো। Related posts:ফেসবুকে প্রধানমন্ত্রীর কাছে ক্ষমা চাইলেন ডা: মুরাদএইচএসসি ও সমমানের পরীক্ষা শুরুআগামী এক বছরে ৪০ হাজার কর্মী নেবে মালয়েশিয়া Post Views: ১০৪ SHARES জাতীয় বিষয়: