প্রথম কাজ মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা : প্রাণিসম্পদ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১২:১১ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪ মানুষের খাদ্য সরবরাহ নিশ্চিত করার ওপরে গুরুত্ব দিতে চান মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আকতার। একইসঙ্গে সহজে পুষ্টি নিশ্চিত করতে চান। তিনি বলেছেন, দেশের মৎস্য সম্পদ কাজে লাগাতে কাজ করব। ১১ আগস্ট রবিবার সচিবালয়ে নিজ দপ্তরে প্রথম কাজে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। প্রাণিসম্পদ উপদেষ্টা আরও বলেন, ‘প্রথম কাজ হচ্ছে মানসম্মত খাদ্য সরবরাহ নিশ্চিত করা। আমিষ নিশ্চিত করা। খাদ্য ও সরবরারের জোগান এমনভাবে নিশ্চিত করতে হবে যাতে কখনো সংকট তৈরি না হয়।’ তিনি বলেন, ‘মাত্র কাজে যোগ দিয়েছি। আমি খোঁজ খবর নেব, তারপর কোন বিষয়গুলো অগ্রাধিকার দিতে হবে সেগুলো ঠিক করে কাজ এগিয়ে নেব। সহিংসতায় মৎস্য ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যেসব ভাঙচুর করা হয়েছে, সেগুলোর সংস্কার কাজও শুরু করা হবে।’ Related posts:শেখ হাসিনার আমলে সড়ক ব্যবস্থার বৈপ্লবিক পরিবর্তন দৃশ্যমান : ওবায়দুল কাদেরবিএনপির সমাবেশ থেকেই বিচারপতি মানিকের ওপর হামলা : মহানগর গোয়েন্দা প্রধান২৬ হাজার ভারতীয় বাংলাদেশে কর্মরত : স্বরাষ্ট্রমন্ত্রী Post Views: ১১৮ SHARES জাতীয় বিষয়: