প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সচিবরা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:০৯ অপরাহ্ণ, আগস্ট ১২, ২০২৪ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সচিবদের সঙ্গে বৈঠকে বসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। মূলত তার অধীনে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিব ও জ্যেষ্ঠ সচিবরা এই বৈঠকে অংশ নিয়েছেন। সোমবার সকাল সাড়ে ১০টায় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যমুনায় প্রবেশ করেন। তিনি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে বেলা ১১টা ১৫ মিনিটে বের হয়ে যান। এরপর ড. ইউনূস ২৫ মন্ত্রণালয়ের সচিবদের নিয়ে বসেন। মন্ত্রণালয়গুলোর কর্মপরিকল্পনা বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করছেন সচিবরা। এই বৈঠকে প্রধান উপদেষ্টা তার অধীনে সব মন্ত্রণালয়ের বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দিতে পারেন বলে সূত্র জানিয়েছে। তার আগে সকাল ১০টা থেকেই ২৫ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন জৈষ্ঠ্য সচিবকে প্রধান উপদেষ্টার বাসভবন ও কার্যালয়ে প্রবেশ করতে দেখা যায়। প্রধান উপদেষ্টার অধীন ২৫টি মন্ত্রণালয় ও বিভাগ হল—মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়। Related posts:‘রাষ্ট্রপতি ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত’জামালপুরে নিম্ন আয়ের মানুষের মাঝে ত্রাণ বিতরণসব মন্ত্রণালয়ে ‘সহকারী উপদেষ্টা’ করে ছাত্রদের সম্পৃক্ত করা হচ্ছে Post Views: ১২৪ SHARES জাতীয় বিষয়: