বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন: রাষ্ট্রদূত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২৪ বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, চীন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। বুধবার (২১ আগস্ট) বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশ স্থিতিশীল হবে। এখানকার উন্নয়ন অব্যাহত থাকবে। ইয়াও ওয়েন বলেন, বিএনপির সঙ্গে আলোচনায় বড় সুযোগ সৃষ্টি হয়েছে, ভালো আলোচনা হয়েছে। আমাদের সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, চীন বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে সমর্থন করে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন করি, প্রত্যাশা করি অল্প কিছুদিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। Related posts:স্বাস্থ্য পরীক্ষা করাতে সিঙ্গাপুর গেলেন ওবায়দুল কাদেরবস্ত্রশিল্প দেশের অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ চালিকা শক্তি : রাষ্ট্রপতিপ্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার Post Views: ১০২ SHARES জাতীয় বিষয়: