বিপ্লব কুমার সরকারকে ডিবিতে বদলি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:০৪ পূর্বাহ্ণ, আগস্ট ১, ২০২৪ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকারকে ডিবির এডমিন এ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ শাখায় বদলি করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়। একই আদেশে আরও দুই কর্মকর্তাকে বদলি করা হয়েছে বলে জানা গেছে। ডিএমপির আদেশে বদলি হওয়া অন্য দুই কর্মকর্তা হলেন- ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড গোয়েন্দা-দক্ষিণ) সঞ্জিত কুমার রায়কে ডিবির উত্তরে এবং ডিবির যুগ্ম পুলিশ কমিশনার (গোয়েন্দা-উত্তর) খোন্দকার নুরুন্নবীকে ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে বদলি করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়েছে। Related posts:বিএফইউজের সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ নির্বাচিতবাংলাদেশের স্থিতিশীল অর্থনীতির প্রশংসা আইএমএফ প্রধানেরডিসেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ইউপি নির্বাচন Post Views: ১১৮ SHARES জাতীয় বিষয়: