ব্যাংক থেকে এক লাখের বেশি টাকা তোলা যাবে না আজ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:২৬ অপরাহ্ণ, আগস্ট ৮, ২০২৪ আজ রাতে শপথ নেবে অন্তর্বর্তীকালীন সরকার। নিরাপত্তার স্বার্থে আজ (৮ আগস্ট) ব্যাংক থেকে নগদ এক লাখ টাকার বেশি উত্তোলন যাবে না। বুধবার রাতে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংক সমূহের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) এক জরুরি বার্তায় এই নির্দেশনা দিয়েছে। বার্তায় বলা হয়েছে, এক হিসাব থেকে এক লাখের বেশি নগদ টাকা উত্তোলন করা যাবে না। তবে একজন গ্রাহক নগদ টাকা উত্তোলন করতে না পারলেও যেকোনও পরিমাণ নগদ টাকা স্থানান্তর ও ডিজিটাল লেনদেন করতে পারবেন। এ সিদ্ধান্ত শুধু আজকের জন্য প্রযোজ্য হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। কর্তৃপক্ষ জানিয়েছে, এছাড়া কেন্দ্রীয় ব্যাংক আজকের জন্য প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা দেওয়া বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। গ্রাহকদের চেকের মাধ্যমে টাকা পরিশোধ করারও পরামর্শ দেওয়া হয়েছে। Related posts:দেশে ১ কোটি ১৮ লাখ ৯৬ হাজার করোনা টিকা মজুত রয়েছে: প্রধানমন্ত্রীমিয়ানমারের বিরুদ্ধে মামলায় বাংলাদেশের সমর্থন চায় গাম্বিয়াশেরপুরে পৌর এলাকার ৩০০ কর্মহীন অসহায় পরিবারের মাঝে শ্রমিক নেতা আরিফের খাদ্য সামগ্রী বিতরণ Post Views: ৮৮ SHARES জাতীয় বিষয়: