ভারতের রাজস্থানে প্রবল বৃষ্টিতে নিহত ২০ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১০:৫৬ পূর্বাহ্ণ, আগস্ট ১২, ২০২৪ ভারতের রাজস্থান রাজ্যে প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। গত শনিবার ও রোববার দুইদিনে রাজ্যটির বিভিন্ন স্থানে প্রাণ হারান তারা। প্রবল বৃষ্টিতে রাজ্যটির জয়পুর, করৌলি, সাওয়াই মাধোপুর এবং দৌসার রাস্তায় পানি জমে গেছে। বৃষ্টির কারণে রাজ্যের বহু স্থানে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। খবর এনডিটিভির। পানিতে প্লাবিত হওয়ার পর সোমবার জয়পুর, জয়পুর গ্রামীণ এলাকা, দৌসা, করৌলি, সওয়াই মাধোপুর, গঙ্গাপুর এবং ভরতপুরে স্কুল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। আবহাওয়া দফতর রাজ্যের কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে। এদিকে জয়পুরের উপচেপড়া কানোটা বাঁধে ডুবে পাঁচ যুবকের মৃত্যু হয়েছে। তল্লাশি অভিযান চালানো হলেও রোববার গভীর রাত পর্যন্ত তাদের খোঁজ পাওয়া যায়নি। এছাড়া ভরতপুর জেলার শ্রীনগর গ্রামের কাছে বনগঙ্গা নদীতে ডুবে সাত ছেলের মৃত্যু হয়েছে। মুখ্যমন্ত্রী ভজন লাল শর্মা দুর্যোগ ব্যবস্থাপনা পরিস্থিতি পর্যালোচনা করতে জয়পুরে জরুরি বৈঠক ডেকেছেন। তিনি বলেছেন, রাজ্যে ভারী বৃষ্টিপাতের বিষয়ে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে কর্মকর্তাদের সঙ্গে আমি বৈঠক করেছি এবং অবিলম্বে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত সব ব্যবস্থা জোরদার করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’ Related posts:করোনা আক্রান্ত দেহরক্ষী, তাই প্রাণে বাঁচতে লুকিয়ে রয়েছেন কিম!ভূমিকম্পে লন্ডভন্ড তিব্বতে নিহত বেড়ে প্রায় ১০০পাকিস্তান সীমান্তবর্তী পাঁচ ভারতীয় সেনাঘাঁটিতে গোলাগুলি Post Views: ১১৭ SHARES আন্তর্জাতিক বিষয়: