ভারপ্রাপ্ত খতিব নয়, জুমা পড়ানোর দায়িত্ব পেলেন মুফতি ওয়ালীয়ুর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪ জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি রুহুল আমীন গত ৫ আগস্ট সরকার পতনের পর থেকে নামাজ পড়াতে আসছেন না বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে সুষ্ঠুভাবে নামাজ পড়ানোসহ সার্বিক ব্যবস্থাপনার লক্ষ্যে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি জুমার নামাজে ইমামতি করবেন। তার বিকল্প হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের গবেষণা বিভাগের মুফতি হাফেজ মাওলানা মোহাম্মদ আব্দুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে। অবশ্য বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয় ভারপ্রাপ্ত খতিব হিসেবে মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে নিয়োগ দেওয়া হয়েছে। তবে বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু. আ. হামিদ জমাদ্দার। তিনি বলেন, নতুন একজনকে নামাজ পড়ানোর জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এর বেশি কিছু নয়। কিন্তু কিছু গণমাধ্যম আমার বক্তব্য না নিয়েই আমাকে উদ্ধৃত করে সংবাদ প্রকাশ করেছে। যা কাম্য নয়। ধর্ম সচিব বলেন, গত ১৪ আগস্ট এক অফিস আদেশে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের স্বার্থে জুমার নামাজে ইমাম হিসেবে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয় হাফেজ মুফতি ড. ওয়ালীয়ুর রহমান খানকে। জানা গেছে, হাফেজ মাওলানা ড. মুফতি ওয়ালিয়ুর রহমান খান বিগত দুই জুমায় নামাজ পড়িয়েছেন। তিনি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মুহাদ্দিস (৫ম গ্রেড) পদে ১৮ বছর ধরে কর্মরত আছেন। Related posts:পররাষ্ট্র সচিব হচ্ছেন মাসুদ বিন মোমেন, রাবাব ফাতিমা জাতিসংঘেআইএমএফের কাছে ঋণ চেয়েছি : অর্থমন্ত্রীফেলানীর মতো হত্যাকাণ্ড আর দেখতে চাই না : স্বরাষ্ট্র উপদেষ্টা Post Views: ১৫০ SHARES জাতীয় বিষয়: