রবিবার থেকে ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪ ৯ দফা দাবি আদায়ে আগামী রবিবার (০৪ আগস্ট) থেকে লাগাতার ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এর আগে আগামীকাল শনিবার (৩ আগস্ট) সারাদেশে বিক্ষোভ মিছিল করবে তারা। শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। বিবৃতিতে বলা হয়, ‘সারাদেশে ছাত্র-নাগরিকদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা করে হত্যার প্রতিবাদে এবং ৯ দাবিতে আগামীকাল শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল ও রবিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘সর্বাত্মক অসহযোগ’ আন্দোলনের ডাক দেওয়া হলো। বিবৃতিতে, সারাদেশের আপামর জনসাধারণকে অলিতে-গলিতে, পাড়ায় পাড়ায় সংগঠিত হয়ে কর্মসূচি সফল করার আহ্বান জানানো হয়। এর আগে শুক্রবার রাত আটটার কিছু আগে ফেসবুকে লাইভে এই কর্মসূচির বিষয় ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। Related posts:বৃষ্টি আরও ৩ দিন২৪ ঘণ্টায় ২৮ জনের মৃত্যু, শনাক্ত ১৩৫৪বড় নাশকতার পরিকল্পনা করছিলেন ছাত্রদলের ৬ নেতা: ডিবি Post Views: ১৩১ SHARES জাতীয় বিষয়: