শেরপুরে জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় মদ ধ্বংস অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৯ অপরাহ্ণ, আগস্ট ২, ২০২৪ শেরপুরে আদালতের নির্দেশনায় নালিতাবাড়ী ও ঝিনাইগাতীসহ তিনটি মামলায় জব্দকৃত ২০৭ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদ ধ্বংস করা হয়েছে। ১ আগস্ট বৃহস্পতিবার বিকেল ৪টায় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নূর-ই জাহিদের উপস্থিতিতে জব্দকৃত ওই ২০৭ বোতল মদ ধ্বংস করা হয়। জানা গেছে, চলতি বছরের জুন ও জুলাই মাসে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ নালিতাবাড়ী ও ঝিনাইগাতী উপজেলার সীমান্তঘেষা গ্রাম থেকে মাদক পাচারকারীসহ ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের এসব মদ জব্দ করা হয় পরে আজ আদালতের নির্দেশনায় ধ্বংস করা হলো। ওইসময় কোর্ট পুলিশ পরিদর্শক খন্দকার শহীদুল হক, ডিবির উপ-পরিদর্শক মোঃ মতিউর রহমানসহ আদালতের কর্মচারীরা উপস্থিত ছিলেন। Related posts:নালিতাবাড়ীতে ২ ইউপি সদস্যের বিরুদ্ধে কিশোরকে নির্যাতনের অভিযোগশেরপুরে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিতঝিনাইগাতীতে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিমের দাফন সম্পন্ন Post Views: ১১৩ SHARES শেরপুর বিষয়: