শেরপুরে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৪ বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শেরপুরে জেলা বিএনপির উদ্যোগে বিক্ষোভ ও সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। ১৫ আগস্ট বৃহস্পতিবার সকালে জেলা বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে জেলা বিএনপির কার্যালয়ে সমাবেশের আয়োজন করা হয়। জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি মো. মাহমুদুল হক রুবেলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হযরত আলী। সমাবেশে জেলা বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে আব্দুল আউয়াল চৌধুরী, শহিদুল ইসলাম, শফিকুল ইসলাম মাসুদ, আবু রায়হান রূপন, মোঃ সাইফুল ইসলাম, আতাহারুল ইসলাম আতা, পৌর কাউন্সিলর হাবিবুর রহমান, অ্যাডভোকেট আলমগীর কিবরিয়া কামরুল ইসলাম, আমিনুল ইসলাম শিপন, শফিকুল ইসলাম গোল্ডেনসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। Related posts:শেরপুরের বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জু আর নেইনালিতাবাড়ীতে দুস্থ আনসার ভিডিপির ৩শ সদস্যদের মাঝে ত্রান বিতরণশেরপুরে একটি ঘটনার জের ধরে পুলিশ পরিচয়ে সাংবাদিকের বাসায় গিয়ে হুমকি প্রর্দশন Post Views: ১৬০ SHARES শেরপুর বিষয়: