শেরপুরে বন্যার্তদের জন্য রোভার স্কাউট থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অনুদানের চেক হস্তান্তর অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৯:১১ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪ Oplus_0 দেশের বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে শেরপুর জেলা রোভার স্কাউট। ২৮ আগস্ট বুধবার সকালে শেরপুর জেলা প্রশাসকের মাধ্যমে জেলার রোভার স্কাউটের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে ১ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে। বুধবার সকালে জেলা রোভার স্কাউটের সভাপতি, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মনিরুল হাসানের কাছে জেলা রোভার স্কাউট এর তহবিল থেকে এক লক্ষ টাকার ওই চেক হস্তান্তর করা হয়। ওই সময় জেলা স্কাউটের কমিশনার ও জেলা রোভারের সদস্য স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক তোফায়েল আহমেদ, জেলার রোভার কমিশনার উত্তম কুমার নন্দী, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, সরকারি কমিশনার অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সহ জেলা রোভার এর শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে জেলার রোভার কাউটের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের এক সভা অনুষ্ঠিত হয়। Related posts:ঝিনাইগাতীতে ২ ট্রাক মুখোমুখি সংঘর্ষে দুই চালক আহতশেরপুরে প্রতিপক্ষের হামলায় খামার পাহারাদার খুনশেরপুরে যুবকের লাশ উদ্ধার, গ্রেফতার ১ Post Views: ১৬৪ SHARES শেরপুর বিষয়: