শেরপুরে লুটকৃত সামগ্রী জমা দেওয়ার জন্য সেনা ক্যাম্পের অনুরোধ অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৪ অপরাহ্ণ, আগস্ট ১১, ২০২৪ গত ৫ আগস্ট এক সহিংসতায় দুষ্কৃতিকারীরা শেরপুর জেলা কারাগারে অগ্নিসংযোগ করে ভাঙচুর ও লুটপাট করে। এই সহিংসতার সময় শেরপুর জেলা কারাগার হতে কিছু সংখ্যক দুষ্কৃতিকারী অস্ত্র ছিনিয়ে নিয়ে যায়। ওইসব অস্ত্র কোথাও পাওয়া গেলে অথবা কারো নিকট থাকলে নির্ভয়ে শেরপুর সেনা ক্যাম্পে শহীদ স্মৃতি স্টেডিয়ামে জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হইল। সেই সাথে দেশের চলমান সহিংসতার ঘটনায় শেরপুর মেসেজ মর্ডান অটো রাইস মিলসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনায় দুষ্কৃতিকারী কর্তৃক সামগ্রী কোথাও পাওয়া গেলে বা কারো কাছে থাকলে তা জমা দেওয়ার জন্য অনুরোধ করা হলো। উল্লেখিত সামগ্রী ফেরত দানের জন্য বা অন্য কোন তথ্যের জন্য নিম্ন বর্ণিত মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে স্থানীয় সেনা প্রেম কর্তৃক। ক-০১৭৬৯-২০২৫২৮, খ-০১৭৬৯-২০২৫২৪ শেরপুর সেনা ক্যাম্পের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। Related posts:নালিতাবাড়ীর বিধবা পল্লীতে পুলিশের খাদ্যসামগ্রী বিতরণঅবশেষে সেই বিধবাদের হাতে খাদ্যসামগ্রী পৌঁছালো জেলা প্রশাসন ও জেলা পুলিশশেরপুরে করোনা প্রতিরোধ কল্পে হাঙ্গার প্রজেক্ট'র টাউন হল মিটিং Post Views: ১৮৭ SHARES শেরপুর বিষয়: