সিএমএইচে নেওয়া হয়েছে হাসনাত আব্দুল্লাহকে অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৭:৪৬ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪ রাজধানীর সচিবালয় এলাকায় আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার বিকেলের দিকে ঢাকা মেডিকেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরের পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে হাসনাত আব্দুল্লাহকে সিএমএইচ হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি স্ট্যাবল আছেন। ওনার শরীরের বাইরের দিকে কোথাও কাটা ছেঁড়ার আঘাত নেই। উনি মাথায় আঘাত পেয়েছিলেন। তবে ওনাকে পর্যবেক্ষণে রাখতে হবে। এর আগে রবিবার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ের সামনে আনসার সদস্য ও শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন। এ সময় কয়েকজন আনসার সদস্য আহত হন। Related posts:করোনায় একদিনে রেকর্ড ২১২ মৃত্যুশীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার, মৃত্যু বেড়ে ২৭রমজানের ২০ দিনে সাবেক এমপি শ্যামলীর ইফতারী পৌঁছলো শেরপুরের ১১ ইউনিয়নে Post Views: ১৬৪ SHARES জাতীয় বিষয়: