১১ আগস্টের পর থেকে এইচএসসির সব পরীক্ষা স্থগিত অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৫ অপরাহ্ণ, আগস্ট ৭, ২০২৪ আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। আজ বুধবার (০৭ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১১ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান সব পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। পরীক্ষার গ্রহণের পরবর্তী সময়সূচি পরে জানানো হবে বলে উল্লেখ্য করা হয় বিজ্ঞপ্তিতে। এর আগে দেশে চলমান পরিস্থিতিতে প্রথমে গত ১৮ জুলাইয়ের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এরপর পরিস্থিতি আরও খারাপ হওয়ায় ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। তৃতীয় দফায় ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত সময়সূচি অনুযায়ী যত পরীক্ষা ছিল, তা সব স্থগিত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদরাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। Related posts:দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনার আহ্বান পররাষ্ট্রমন্ত্রীরপরিস্থিতির আরও অবনতি হলে আবাও বিধিনিষেধ : প্রতিমন্ত্রীদিনের বেলায় বিদ্যুৎ বন্ধের সিদ্ধান্ত সরকারের নেই : তথ্যমন্ত্রী Post Views: ৯৪ SHARES জাতীয় বিষয়: