১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, আগস্ট ৬, ২০২৪ কোটা সংস্কার আন্দোলনের কারণে সারাদেশে সহিংসতার ঘটনায় গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত আটককৃতদের মুক্তি দেওয়া হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে এক নির্দেশনায় সবার মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার (৫ আগস্ট) পতন ঘটে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন অনতিবিলম্বে সংসদ বিলুপ্ত ঘোষণা করা হবে এবং দ্রুত সময়ের মধ্যে সব দলের অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এদিকে, দুর্নীতি মামলায় অভিযুক্ত হয়ে কারাদণ্ডপ্রাপ্ত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়া গত ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যাদের আটক করা হয়েছে তাদের সবার মুক্তি দিয়েছেন রাষ্ট্রপতি। Related posts:জেএমবির শীর্ষ নেতা আটক, ময়মনসিংহের জঙ্গিদের তথ্যে অভিযানঢাকায় আ.লীগ ও ছাত্রলীগের আরও ৬ নেতা গ্রেপ্তারসীমান্তে সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল ব্যবহারের অনুমতি পেল বিজিবি Post Views: ৯৮ SHARES জাতীয় বিষয়: