কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না : অর্থ উপদেষ্টা অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১:৩৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৪, ২০২৪ অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ বলেছেন, ‘নিজের জন্যে না হলেও দেশের স্বার্থে সবাইকে কর দিতে হবে। কর কাঠামোতে বৈষম্য থাকা যাবে না।’ শনিবার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর মিলনায়তনে অর্থ আইন ২০২৪ এর মাধ্যমে প্রত্যক্ষ করের ক্ষেত্রে আনা পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিভিল সার্ভিস ট্যাক্সেশন এসোসিয়েশন আয়োজিত সেমিনারে বক্তব্য দেয়ার সময় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমানে আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ দেশকে স্বয়ংসম্পূর্ণ করে তোলা। আর এ জন্যে দরকার রাজস্ব বোর্ডকে কর আদায়ের একটা লক্ষ্যমাত্রা তৈরি করা।’ সালেহ উদ্দিন আহমেদ আরও বলেন, ‘অর্থনৈতিক সংস্কার নিয়ে মার্কিন ট্রেজারি বিভাগের সঙ্গে বৈঠক করা হবে। সংস্কার কাজে তাদের কাছে সহযোগিতা চাওয়া হবে।’ Related posts:১৫ মে পাবনা যাচ্ছেন নবাগত রাষ্ট্রপতি, বরণে চলছে প্রস্তুতি২ লাখ ৬৫ হাজার কোটি টাকার নতুন এডিপি অনুমোদনদোকান-শপিংমল খুলবে ১০ মে, বন্ধ বিকেল ৪টার মধ্যে Post Views: ১৫৮ SHARES জাতীয় বিষয়: