কুমিল্লায় একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ১১:২৭ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২৪ কুমিল্লার হোমনা উপজেলায় একই পরিবারের তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে তাদের মরদেহ উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীটি। নিহতরা হলেন- হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ওসি জয়নাল আবেদীন। তিনি জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আছি। তবে কে বা কারা তাদের হত্যা করেছে তা জানাতে পারেননি ওসি। এছাড়া স্থানীয়দের কেউই এ বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারছেন না। তবে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করছে পুলিশ। এদিকে একইদিনে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধারের ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। Related posts:শেরপুর সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থীতা ফিরে পেলেন মিনাল ও ইলিয়াসমুন্সীগঞ্জে ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাজামালপুরে ১০ কেজি গাঁজা ও নগদ ১লাখ ৩০ হাজার টাকাসহ তিন মাদক ব্যবসায়ী আটক Post Views: ১৭৭ SHARES সারা বাংলা বিষয়: