কোস্ট গার্ডের নতুন মহাপরিচালক জিয়াউল হক অনলাইন ডেস্ক অনলাইন ডেস্ক প্রকাশিত: ৩:৪৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২৪ আওয়ামী লীগ সরকারের সময়ে কোস্ট গার্ডের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হককে। রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার অ্যাডমিরাল এরশাদ আলীকে বাংলাদেশ নৌবাহিনীতে ফিরিয়ে তার চাকরি বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। অপরদিকে রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হককে বাংলাদেশ কোস্টগার্ডের প্রধান করে তার চাকরি জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশকর্মে সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। Related posts:করোনাভাইরাস থেকে মুক্তির জন্য সংসদে কান্নাজড়িত কণ্ঠে মুক্তির প্রার্থনাব্রাজিল বাংলাদেশ থেকে সরাসরি পোশাক কিনতে পারে : প্রধানমন্ত্রীকাল থেকে সারা দেশে জোন ভিত্তিক লকডাউন : জনপ্রশাসন প্রতিমন্ত্রী Post Views: ১৪১ SHARES জাতীয় বিষয়: